close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

次に

তিন বাহিনীর মধ্যে ঐক্য ও সংহতি বাড়ানোই সরকারের লক্ষ্য: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

14 ビュー· 01/10/25
国際的

⁣ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের তিন সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ এবং বিমান বাহিনী) মধ্যে ঐক্য, সংহতি এবং একীকরণ (integration) বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এটিই তার সরকারের প্রধান লক্ষ্য। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) নিজের ভেরিফায়েড এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এক ভাষণের ভিডিও শেয়ার করে তিনি এই বার্তা দেন।


প্রতিরক্ষামন্ত্রী তার পোস্টে হিন্দিতে লেখেন, "আমাদের সরকারের লক্ষ্য হলো তিন বাহিনীর মধ্যে ঐক্য এবং সংহতিকে আরও বাড়িয়ে তোলা।" এই মন্তব্যটি ভারতের চলমান সামরিক সংস্কার, বিশেষ করে 'থিয়েটার কমান্ড' গঠনের প্রক্রিয়ার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
একইসাথে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে রাজনাথ সিং বলেন, "আমাদের সেনাবাহিনী কেবল বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী হিসেবেই গণ্য হয় না, বরং তাদের মূল্যবোধ এবং বীরত্বের প্রশংসা সারা বিশ্বে হয়।"


প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ভারত তার সামরিক বাহিনীকে আরও আধুনিক, কার্যকর এবং সমন্বিত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিন বাহিনীর মধ্যে আরও ভালো বোঝাপড়া এবং যৌথভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করা এই সংস্কার প্রক্রিয়ার একটি মূল উদ্দেশ্য। রাজনাথ সিংয়ের এই বার্তা সশস্ত্র বাহিনীর মনোবলকে আরও দৃঢ় করবে এবং সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে একটি স্পষ্ট দিকনির্দেশনা দেবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に