close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

ঠাকুরগাঁও, ৩ আসনে বিএনপি মনোনীত প্রাথী জাহিদুর রহমান জাহিদ অসুস্থ উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

5 بازدیدها· 07/11/25
که در سیاست

⁣ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায়


ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জনপ্রিয় রাজনৈতিক নেতা মোঃ জাহিদুর রহমান জাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যগত জটিলতা দেখা দিলে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে দ্রুত দিনাজপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার কিছু সমস্যা দেখা দেওয়ায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পীরগঞ্জ ও রাণীশংকৈলসহ ঠাকুরগাঁও জুড়ে দোয়া ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সকলের প্রার্থনা—
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আবারও জনগণের মাঝে ফিরিয়ে দেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی