close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে-ড.হোসাইনী

1,830 بازدیدها· 05/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 مشترکین
4
که در سیاست

⁣তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে-ড.হোসাইনী

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


বিজিএমইএ এর মহাসচিব, সাবেক ডাকসু'র সদস্য ও
যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।

৫ই আগষ্ট (৩৬ জুলাই) ছাত্র-জনতার গন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কতৃক আয়োজিত বিজয় র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন বর্তমানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট সাইফুল ইসলাম,লাকসাম পৌরসভা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, বৃহত্তর লাকসাম বিএনপির সাবেক সদস্য - এ,কে,এম আতিকুর রহমান লিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی