close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
সুনামগঞ্জের জামালগঞ্জে শালিসি ব্যাক্তি শামছুল হকের উপর চাঁদা দাবির মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে
3
0
15,798 بازدیدها·
29/07/25
که در
اخبار منطقه
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সেলিমগঞ্জ-শরীফপুর এলাকাবাসীর উদ্যোগে সেলিমগঞ্জ বাজার পয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, শালিশ ব্যক্তিত্ব মোঃ সামছুল হক, শরীরপুর জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল আহমদ, মোঃ নুরুল ইসলাম, আলাউদ্দিন, ফিরোজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীফপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের পুত্র দেলোয়ার একজন শালিস ব্যাক্তিত্বের উপর যে অভিযোগ এনছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সঠিক তথ্য যাছাই করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানান বক্তারা।
بیشتر نشان بده، اطلاعات بیشتر
👍👍👍