close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের ঈদ পরবর্তী শুভেচ্ছা ও পথসভা

4 ビュー· 11/06/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
3 加入者
3

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী ও বিএনপির তরুণ নেতা মাহবুবুর রহমান সরকার ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। দল মনোনয়ন দিলে জয়ী হব ইনশাআল্লাহ। আর মনোনয়ন না পেলেও দলীয় কাজ চালিয়ে যাব।”

পথসভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিয়াকত আলী মোড়ল, জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু লেইছ, যুগ্ম আহবায়ক শাহ মো. লিয়াকত আলী, জহিরুল ইসলাম, জিয়াউর রহমান, সাইদুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ আতিকুর রহমান তম্ময় প্রমুখ।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に