Bir sonraki

সোনাতলা প্রেসক্লাবে মিথ্যা সভাপতি দাবীর অভিযোগ এক সদস্যের বিরুদ্ধে; প্রেসক্লাবের তিব্র নিন্দা প্রকাশ

579 Görünümler· 02/05/25
İçinde İlçe Haberleri

মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পদ নিয়ে মিথ্যাভাবে দাবি তোলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের বর্তমান কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে সোনাতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাধারন সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ‘যায়যায়দিন’ পত্রিকা ও বাংলা টিভির সাংবাদিক ইমরান হোসাইন লিখন নিজেকে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দাবি করেন। এঘটনায় সোনাতলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ কার্যনির্বাহী সদস্য ও সকল সদস্য তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দাবী করেছেন— এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর।
এঘটনায় প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিন জানান, পূর্বে অর্থ কেলেঙ্কারির অভিযোগে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে ইমরান হোসাইন লিখনকে প্রেসক্লাবের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়। এরপর সদস্যদের সম্মতিক্রমে শহিদুল ইসলাম শাহিনকে সভাপতি এবং লতিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা এখনও পর্যন্ত সক্রিয় ও বৈধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, লিখনের এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার সোনাতলার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki