close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Berikutnya

সিসি ক্যামেরায় চোর শনাক্ত : ঝালকাঠি প্রেসক্লাবে চুরি কান্ডে আটক দুই

12 Tampilan· 18/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
6 Pelanggan
6

⁣ঝালকাঠি প্রেসক্লাবে চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুই চোর। ঝালকাঠি শহরের ঝালাইকার বাড়ি এলাকার মিনহাজ এবং তার সহযোগী কমল প্রেসক্লাবের এসির সংযোগ পাইপ ও বৈদ্যুতিক তার চুরির চেষ্টায় লিপ্ত ছিল। টানা তিন দিন ধরে চুরির চেষ্টা চালানোর পর, গত রোববার গভীর রাতে তারা সফলভাবে পাইপ ও তার চুরি করে।

পরদিন প্রেসক্লাবের কর্মকর্তারা এসি চালু করতে গিয়ে পাইপ ও তার কাটা দেখতে পান। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, মিনহাজ এবং কমল চুরির কাজে যুক্ত ছিল। ফুটেজে দেখা যায় চুরির পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পুরো দৃশ্য। খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং চুরির ২৪ ঘণ্টার মধ্যেই শহর থেকে মিনহাজ ও কমলকে গ্রেপ্তার করে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, 'সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দ্রুত সময়ের মধ্যেই দুই চোরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, 'এ ধরনের ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।' তারা প্রশাসনের প্রতি সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের চুরি কেবল নিরাপত্তার অভাবকেই নির্দেশ করে না, বরং স্থানীয় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থার ঘাটতি সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা কার্যকর হতে পারে, তবে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya