close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

সিরাজগঞ্জে মিম হত্যার বিচার দাবিতে হিজরা সম্প্রদায়ের মানববন্ধন

7,298 意见· 04/08/25
Juwel Hossain
Juwel Hossain
32 订户
32

⁣সিরাজগঞ্জে মিম হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হিজরা সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক হিজরা অংশ নেন। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, মিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও স্থানীয় থানায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ—বিভিন্ন অজুহাতে পুলিশ মামলার এজাহার গ্রহণ করছে না, ফলে হত্যাকারীরা এখনও আইনের বাইরে রয়েছে।

মানববন্ধনে হিজরা সম্প্রদায়ের নেত্রী বলেন, “মিম আমাদের পরিবারের সদস্য, সে আমার ভাতিজি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা পর্যন্ত নিচ্ছে না। আমরা সঠিক বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।”

显示更多

 0 注释 sort   排序方式


下一个