Bir sonraki

সিরাজগঞ্জে ‘আল্লাহর রাসূল’ দাবি করা যুবক গণধোলাইয়ের পর পুলিশের হাতে

7,906 Görünümler· 24/06/25
Juwel Hossain
Juwel Hossain
17 Aboneler
17
İçinde Suç

⁣সিরাজগঞ্জের সলংগায় নিজেকে ‘আল্লাহর রাসূল’ দাবি করে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি করেছেন এক যুবক। আজ (সোমবার) বিকেল ৩টার দিকে সলংগা থানাধীন মাদ্রাতুল কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্ত যুবকের নাম আরিফুল ইসলাম। তার বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল ইসলাম মাদ্রাসার আশপাশে ঘুরে ঘুরে নিজেকে ‘আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল’ বলে দাবি করছিলেন। এমন কথাবার্তায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা আরিফুলকে আটক করে মারধর শুরু করে। পরে স্থানীয়রা সলংগা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তার মানসিক অবস্থা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে।” সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে সলংগা থানা পুলিশ।

ঘটনার পর সলংগা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki