close

লাইক দিন পয়েন্ট জিতুন!

التالي

সামান্য ভুলে বিশাল ক্ষতি! দোষটা কার?

145 المشاهدات· 03/03/25
আই নিউজ বিডি ডেস্ক
2,533
في جريمة

⁣মতলব উত্তরে সড়ক দুর্ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ভাইরাল
চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর বাজার চৌরাস্তার মোড়ে ঘটে গেলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার অসাবধানতাবশত একটি মোটরসাইকেলকে সজোরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটে দুপুরের দিকে, যখন ব্যস্ততম ওই মোড়ে যান চলাচল ছিল স্বাভাবিক। ভিডিও ফুটেজে দেখা যায়, প্রাইভেটকারটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর কোনো ধরনের থামার চেষ্টা না করেই পালিয়ে যায়। স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া করে মতলব টোল প্লাজার কাছে গিয়ে গাড়িটি ধরে ফেলা হয়।
তবে ভিডিওটি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায়, দুর্ঘটনার জন্য শুধু প্রাইভেটকার চালকই নয়, মোটরসাইকেল চালকেরও কিছুটা দায় রয়েছে। কারণ, মোটরসাইকেল চালক রাস্তা পার হওয়ার সময় তাড়াহুড়ো করছিল এবং আশপাশের দিকে তেমন লক্ষ্য করেননি।
প্রত্যক্ষদর্শী মাহবুব হোসেন বলেন, 'মোটরসাইকেল চালক হঠাৎ করেই রাস্তা পার হচ্ছিল। তবে প্রাইভেটকার চালক চাইলে গাড়িটি থামিয়ে পরিস্থিতি সামাল দিতে পারতো।'
এই ঘটনার পর স্থানীয়রা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের যথাযথ শাস্তির দাবি জানান। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সংক্ষিপ্ত বিবরণ
মতলব উত্তরের নন্দলালপুর বাজারে সংঘটিত দুর্ঘটনাটি রাস্তার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। সামান্য অসাবধানতা কীভাবে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ এটি।
হেডলাইন:
সামান্য ভুলে বিশাল ক্ষতি! মতলব উত্তরে সড়ক দুর্ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ভাইরাল!
সংক্ষিপ্ত বিবরণ:
ঢাকা-চাঁদপুর মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনা! প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ১৫ কিলোমিটার পর পালানো গাড়ি আটক। দুর্ঘটনার ভিডিও ভাইরাল।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي