close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
সাভারের আশুলিয়ায় ২১ লক্ষ টাকা মুলের অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ।
3
0
7 意见·
12/06/25
在
区域新闻
সাভারের আশুলিয়ায় ২১ লক্ষ টাকা মুলের অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ। দুপুরে আশুলিয়ার নবীনগর থেকে পলিথিন ভর্তি একটি ট্রাক জব্দ করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে দুপুরে সেখানে একটি ট্রাক থামানো হয়। এসময় ট্রাকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয় ও ট্রাকের চালক রাব্বি হোসেন ও সহকারী তামিমকে আটক করা হয়। পলিথিন গুলোর মালিক ছিলো মেসার্স আলম ট্রেডার্স বগুড়া। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশ।
显示更多
0 注释
sort 排序方式