अगला

সাভারে পৌরসভার সড়ক ও ড্রেনের কাজে অনিয়ম, দুদকের অভিযানে সত্যতা

8 विचारों· 07/04/25
Md Sharifuzzaman
Md Sharifuzzaman
ग्राहकों
0

সাভারে পৌরসভার সড়ক ও ড্রেনের কাজে অনিয়ম, দুদকের অভিযানে সত্যতা
সাভার প্রতিবেদক
অনিয়মের অভিযোগ পেয়ে সাভার পৌরসভায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শনে করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় প্রকল্পের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায় দুদক কর্মকর্তা।

সোমবার (৭ই এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্মিত এসব রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে পরিদর্শন করেন দুদকের তিন সদস্যের দল। কমিটির অন্য সদস্যরা হলেন দুদুকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে,ও বিলকিস বানু।

দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদে বলেন, সাভার পৌর সভার আইইউ আই ডিপির প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের নির্মাণ কাজ করছে শিকদার কনন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের বদলে সিঙ্গেল রড দিয়ে কাজ করা হচ্ছে। পরে অভিযোগের ভিত্তিত্বে আজ দুপুরে সেখানে তারা নির্মাণ কাজ পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতি তথ্য পান। এসময় তারা রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার কাদের শিকদার ও সাভার পৌর সভা কতৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের ব্যবস্থা নেওয়া হবে ।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला