close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Als nächstes

রানীশংকৈল মুক্তিযোদ্ধা কমেন্ডার হামিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

1 Ansichten· 09/06/25

⁣রাণীশংকৈলে হামিদুর মুক্তিযোদ্ধা কমান্ডের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) রোববার (৮ জুন) অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০টায় পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌরশহরেরর পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes