close
লাইক দিন পয়েন্ট জিতুন!
"বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জরুরি,,,,,,,
3
0
19 ビュー·
27/05/25
の
インタビュー
দেশের নানা প্রান্তে সাধারণ মানুষের মুখে এখন একটি অভিন্ন সুর—"বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।" বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, আর্থিক অনিশ্চয়তা এবং নীতি-নির্ধারণে স্বচ্ছতার অভাব—সব মিলিয়ে জনমনে একধরনের অসন্তোষ দানা বাঁধছে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই পারে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।
রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়, আর একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় জনইচ্ছার প্রতিফলনের মাধ্যমে। ফলে সময়মতো নির্বাচন আয়োজন এখন শুধু সাংবিধানিক দায় নয়, বরং একটি জাতীয় নির্বাচন প্রয়োজন
もっと見せる
0 コメント
sort 並び替え