close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন ভণ্ডুলের চক্রান্তে সজাগ থাকার আহ্বান – কুমিল্লায় বুলু

10,677 بازدیدها· 25/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 مشترکین
4
که در سیاست

⁣বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার ফাঁদ এবং এটি গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র। নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের নামে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা গভীর চক্রান্তে লিপ্ত।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুলু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ধর্মের নামে প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার চেষ্টা বিপজ্জনক এবং সম্পূর্ণ ভিত্তিহীন।

সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিন উর রশিদ ইয়াছিন, অধ্যক্ষ সেলিম ভূইয়া, আবুল কালাম, মোস্তাক মিয়া, উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

সভায় জেলা, মহানগর ও উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی