close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

הבא

পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিদর্শনে উপদেষ্টা

9,545 צפיות· 27/08/25
Imran Hossain
Imran Hossain
3 מנויים
3

পারকি সমুদ্র সৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প 'পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প' পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বুধবার দুপুরে চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প 'পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প' পরিদর্শন আসেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এসময় প্রকল্পে বৃক্ষরোপণ করেন তাঁরা।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא