লাইক দিন পয়েন্ট জিতুন!
অপরাধ ছাড়ো নয়তো দিনাজপুর ছাড়ো, এসপির ঘোষনা
স্টাফ রিপোর্টোর > শরির কিছুটা বেলে সাইজের গঠন। সারা অঙ্গজুড়ে অসংখ্য কাটা সেলাইয়ের দাগে ভরা। সব ধারাল চাকুছুরির কোপের ক্ষতদাগে ভরা। কমপক্ষে ৭৮৬টি সেলাইয়ে ক্ষত ভরে রয়েছে পুরো শরির জুড়ে। তবে বয়স খুব বেশী হলে ২৮ এর ঘরে। বয়সে কম হলেও দিনাজপুরে অপরাধ জগতে শীর্ষে জড়িয়ে মুসা'র নাম। এই নামে আইন প্রয়োগকারি সংস্হা এবং ভুক্তভোগিসহ সবাই চেনে তাকে।
দিনাজপুরের পুলিশ সুপারের বর্ননায় উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী মুসার অপরাধ জগতের চাঞ্চল্যকর কাহিনী । আজ মঙ্গলবার দুপুরে গণ মাধ্যমকর্মীদের কাছে মুসার অপরাধ জগতের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
জানা গেছে মুসা শহরতলীর বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। পিছু নিয়ে আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তাকে সরকারি কলেজ মোড়ে আটক করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীর এবং পরিদর্শক সোহেল রানাসহ অন্যান্যরা। এসময় ছিনতাইয়ের অপেক্ষায় ছিল মুসা। দেহ তল্লাসি করে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি এবং অপরাধ করে দ্রুত সরে পড়ার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।
পুলিশ সুপার জানান, আটক মুসার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, অপহরন জিম্মি করে টাকা আদায় এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০টি মামলা রয়েছে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এর আগে পুলিশের হাতে ৭বার গ্রেপ্তার হয়েছে সে। এছাড়াও নানা কারনে মামলার পথে যাননি বহু ভুক্তভোগি।
একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেক শীর্ষ সন্ত্রাসী রুবেল গ্রুপের সংঙ্গে সংঘাতে মুসার শরিরে ৭৮৬টি সেলাই পড়েছে। রুবেল বর্তমানে কারাগারে রয়েছে।
কিন্তু তাকে অপরাধ থেকে থামানো যাচ্ছেনা। অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে পাওয়ায় অপরাধে উৎসাহ পাচ্ছে।
হয় অপরাধ ছাড়ো নয়তো দিনাজপুর ছাড়ো বলে অপরাধিদের উদ্দেশ্যে ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন । কোন অপরাধি ছাড় পাবেনা বলে হুসিয়ারী দিয়েছেন তিনি।
###