Những video mới nhất

Aktaruzzaman Chowdhury
4,542 Lượt xem · 5 tháng trước kia

⁣দিনাজপুর জেলার হাকিমপুর ১নং খট্রা মাধব পাড়া ইউনিয়নে গরীব অসহায় দুস্হ মানুষের মাঝে ভিডব্লিউবির চাল বিতরন ---

আকতারুজ্জামার চৌধুরী হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ- গত২৮ মে ২০২৫ ইং তারিখ হাকিমপুর উপজেলার ১নং খট্রা মাধব পাড়া ইউনিয়নে ২০২৩--২০২৪ চক্রের অতিরিক্ত ৬১৫ জন গরীব অসহায় দুস্হ মানুষের মাঝে ৩০ কেজি করে ভিডব্লিউবির চাল বিতরন করেন।চাল বিতরনের সময় উপস্হিত ছিলেন উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, সদরুল শামিম স্বপন, টেগ অফিসার রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য শাহানুর ইসলাম, তারেকুল ইসলাম, আবুল কাশেম,বিনুল, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মত লিলিফা বেগম,ইউপি সচিব জাহিদ হাসান,হিসাব সহকারী শারমীন আকতার। চাল বিতরনের সময় গ্রাম পুলিশ উপস্হিত ছিলেন।