close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Susunod

নরসিংদীতে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

7 Mga view· 06/05/25
Gourob Shaha
Gourob Shaha
1 Mga subscriber
1

গৌরব সাহা | আই নিউজ বিডি | নরসিংদী

নরসিংদীতে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

1. বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ।


2. কর্মস্থলে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।



বিচার বিভাগীয় কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত হয়ে আসছেন। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটে।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod