تا بعدی

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

8 بازدیدها· 27/04/25
Gourob Shaha
Gourob Shaha
1 مشترکین
1

Eye News BD প্রতিবেদক: গৌরব সাহা
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং দাবি আদায়ের লক্ষ্যে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল আয়োজন করেছেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠিত কর্মসূচিতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সমাবেশে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

রিপোর্ট: গৌরব সাহা | Eye News BD

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی