close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

নৌকা ডুবে গেছে,আর উঠতে দেওয়া হবে না.......

1,771 ビュー· 14/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 加入者
11

জাতীয় গণতান্ত্রিক পাটি -জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাসেদ প্রধান বলেন, আমি যখন এই পথ দিয়ে আমি আসছিলাম, তখন একটা ভাঙ্গা ফাকা জায়গা দেখতে পাই,জায়গাটা কার আপনারা সবাই জানেন এবং বোঝেন। কথা পরিষ্কার আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ্ ছেড়ে দেয় না। এটা দেখে শিক্ষা নিতে হবে, কেউ যদি মজলুমদের বিপক্ষে দাড়ায় তাহলে বাংলার জনগন একত্রিত হয়ে প্রতিরোধ করবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ এসেছে সেই বাংলাদেশে আওয়ামীলীগের রাজনীতি করার কোন অধিকার নাই। আগষ্টের ৫ তারিখে আওয়ামীলীগের কবর রচিত হয়েছে। যেই নৌকা ডুবে গেছে, সেই নৌকা আর উঠতে দেয়া হবেনা। ষড়যন্ত্র চলছে, ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে,বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে “এমআইএসটি” নামক যেই শিক্ষা প্রতিষ্ঠান,সেখানে ভারতীয় সেনার ৪ জন কর্মকর্তা এখনও কাজ করছে। আমরা জানি শেখ হাসিনার আমলে রাজনৈতিক দল গুলোর মধ্যে, প্রশাসনের মধ্যে,সরকারি বেসরকারি জায়গায় ভারতীয় রয়ের এজেন্টদের ঢুকানো হত। কিন্তু শেখ হাসিনার পতনের ১০ মাস পরেও আমাদের সংরক্ষিত জায়গা ক্যান্টনমেন্টের ভিতরে এমআইএসটিতে ভারতের ৪জন কর্মকর্তা কিভাবে কাজ করে তা অন্তবর্তী সরকারের কাছে জানতে চাই। কথা পরিস্কার আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনকে মেনে নেয়া হবেনা ইনশাল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রাম যে ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে ছিল,একি ভাবে আওয়ামীলীগের বিরুদ্ধে ছিল, একি ভাবে নরেন্দ্র মোদি ও দিল্লি সরকার এবং ভারতের বিরুদ্ধে ছিল। ৫ আগষ্টের বিজয় শুধু আওয়ামীলীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়,হিন্দুস্তানের বিরুদ্ধে। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। অবৈধ পুশইন বন্ধ করতে হবে। বাংলার যে জমিন দখল নিয়েছেন তা ফেরত দিতে হবে। না হলে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে। সামনের মাসে দিনাজপুর আমার লম্বা সফর আছে। তখন ইনশাল্লাহ সরাব সঙ্গে ঘুরে ঘুরে কথা হবে।
রবিবার (১৩ জুলাই) জুলাই সন্ধ্যায় গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে গণসংযোগ ও র‌্যালী শেষে দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন রাসেদ প্রধান বলেন,আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবেনা। আমরা চাঁদাবাজী মেনে নেবনা। আওয়ামীলীগের মত কেউ যদি চাঁদাবাজী করতে চায় জনগন একত্রিত হয়ে প্রতিহত করবে। কারণ এই বাংলাদেশের জন্য হাজারো শহীদ রক্ত দেয় নাই। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিষ্ট হাসিনা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী বাংলাদেশ,আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, জনসাধারণের বাংলাদেশ।
পথসভায় দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল প্রধান ও জেলা জাগপার সভাপতি এ্যাড, নুরুননবী, সাংগঠনিক সম্পাদক অরুণ রায় প্রমুখ।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に