close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

הבא

মোবাইল ফোন ব্যবহারে বারণ করার জেরে মার্জিয়া আরিফ মুনিয়া তামান্না নামের এক কিশোরী আত্মহত্যা -

14 צפיות· 01/06/25
Shojol Ahmed
Shojol Ahmed
4 מנויים
4

জামালপুর শহরের বটতলা এলাকায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বারণ করার জেরে মার্জিয়া আরিফ মুনিয়া তামান্না (১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। তামান্না সদর উপজেলার বাঁশচড়া এলাকার আরিফ হোসেনের (৩৭) মেয়ে।

রোববার (১ জুন) সকালের দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারে নিষেধ করাতেই এই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিয়ে আরিফ হোসেন জানান, তার মেয়ে মার্জিয়া শহরের উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শহরের স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে তামান্নার বাবা স্কুলের কাছেই ১মাস আগে বাসা ভাড়া নেন। শনিবার ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন তামান্না তার মোবাইল ফোন ব্যবহার করছে। তখন অতিরিক্ত ফোন ব্যবহার করতে নিষেধ করেন। পরে সে তার বাবার কথা না মানলে একপর্যায়ে দুটি থাপ্পড় দিয়ে তামান্নার কাছ থেকে মোবাইল নিয়ে নেন তার বাবা। পরের দিন রবিবার সকাল হলেও তামান্না দরজা না খোলায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে তামান্না।

জামালপুর পিবিআই পরিদর্শক সামিউল ইসলাম সানী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় আত্মহত্যা করেছে এ কিশোরী। নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא