close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

اگلا

মেট্রোরেলে একদিন । Metrorail Dhaka

12 مناظر· 28/03/25
Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam
111 سبسکرائبرز
111
میں

⁣আধুনিক পরিবহন মেট্রোরেল ঢাকার নগরজীবনে এতে দিয়েছে অভূতপূর্ব পরিবর্তন। বদলে গেছে জীবনযাত্রা। যানজটের নগরে অল্প সময়েই মানুষ যেতে পারছে কাঙ্ক্ষিত গন্তব্যে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে ভিড়ের কমতি নেই। তবে বর্তমানে শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রোরেল চলাচল করায় দিনের অন্যান্য সময় আধুনিক পরিবহনের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। তাই আগামী মে মাস থেকে শুক্রবারও সকাল থেকে মেট্রোরেল চালানোর চিন্তা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার উত্তরায় মেট্রোরেলের ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, “মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনার জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “রাত ১০টা পর্যন্ত চালানোর ব্যাপারে প্রচণ্ড চাপ রয়েছে।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেট্রোরেলের পিলারে গ্রাফিতি গ্রহণযোগ্য। গ্রাফিতি আমাদের উদ্বুদ্ধ করছে। কিন্তু এখন অনেক পোস্টার লাগানো হচ্ছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দিয়েছি। আমাদের অ্যাকশন আমরা নেব।”

مزید دکھائیں

 1 تبصرے sort   ترتیب دیں


Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam پہلے 3 مہینے

Thanks

1    0 جواب دیں۔
مزید دکھائیں