close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
মাঝপথে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে যায়//@mfakrul84
3
0
18 Tampilan·
19/05/25
Di
Nasional
মাঝপথে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে যায়…
প্লেন রেখে চাকা পড়ে যায়…
জনগণ রেখে সরকার ভেগে যায়…
মুসুল্লি রেখে বায়তুল মোকাররমের খতিব ভেগে যায়…
এই ব্যঙ্গ আর রম্য কবিতার পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। একটি জাতি যখন তার সর্বোচ্চ প্রত্যাশার জায়গা থেকে বারবার হতাশ হয়, তখন তারা এভাবেই ব্যথাকে ব্যঙ্গ করে বলে ফেলে। বাংলাদেশ এখন সেই রেলবগির মতো, যেখানে ইঞ্জিন কবে যে চলেছে, কেউ টেরই পায়নি।
একসময় যারা রাজনীতি করত মানুষের জন্য, আজ তারা ব্যস্ত নিজেকে রক্ষা করতে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। এখনকার শাসন যেন এক নিঃশ্বাসে বলে—“তোমরা থাকো, আমরা চলি!” আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে, কিছু উন্নয়ন হয়েছে—তাতে সন্দেহ নেই। কিন্তু সেই উন্নয়নের নিচে চাপা পড়েছে হাজারো গুম, খুন, নিখোঁজ আর অন্যায়ের পাহাড়।
Menampilkan lebih banyak
0 Komentar
sort Sortir dengan