close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে বর্(

15 بازدیدها· 18/04/25
Raju Mia
Raju Mia
3 مشترکین
3
که در جرم

লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় হত্যা-আটক ০১

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারি ১নং ওয়ার্ডে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতী (১১) নামে এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন বেলালা (১৭) একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।
নিহতের মা রেখা বেগম (৩৫) জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামে বাবার বাড়িতে অসুস্থ মাকে দেখার জন্য গিয়েছিলেন রেখা বেগম। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ি থেকে ২০ মিটার দূরে থাকা ভুট্টাক্ষেতে খোজা খুজি করে দেখতে পায় নিহত জান্নাতী (১১) এর মহদেহ। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতাহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত জান্নাতী (১১) এর বাড়ীর ঠিক পশ্চিম পার্শে অবস্থিত বেলাল (১৭) নানা বাড়ীতে থাকেন মা সহ। নিহত জান্নাতী (১১) এর মা রেখা বেগম এর বক্তব্য অনুযায়ী তার বড় ছেলের সাথে ঢাকায় বেলালের পূর্ব সত্রুতার জেরে আমার মেয়েকে বেলাল হত্যা করেছে। অদ্য ১৭ ই এপ্রিল আনুমানিক ১.০০ ঘটিকায় এলাকাবসী বেলালের থাকার ঘরবাড়ী পুড়ে দেয় বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের সার্থে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা রুজু করে বেলালের মাকেও আটক করে পুলিশ।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 1 نظرات sort   مرتب سازی بر اساس


আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি

👍👍👍

0    0 پاسخ
بیشتر نشان بده، اطلاعات بیشتر

تا بعدی