close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

কুতুবদিয়ায় জামায়াতের স্মরণকালে বিশাল গণমিছিল

4,940 ビュー· 06/08/25
Nazrul Islam
Nazrul Islam
7 加入者
7
国立

⁣নিজস্ব
প্রতিবেদক, কুতুবদিয়া
| ০৬
আগস্ট ২০২৫

ফ্যাসিস্ট
সরকারের পতনের এক বছর পূর্তিতে ‘জুলাই
গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপন
করেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আয়োজিত এক বিশাল গণমিছিল
ও সমাবেশে হাজারো জনতার উপস্থিতি কুতুবদিয়ার রাজপথে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি
করে।

বুধবার
(০৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দরবার রাস্তার মাথা থেকে মিছিল শুরু হয়।
জামায়াতের উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে
মিছিলটি বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বহু
বছর পর আদালতের রায়ে ফিরিয়ে আনা জামায়াতের ঐতিহ্যবাহী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এদিনের মিছিলের অন্যতম আকর্ষণ
হয়ে উঠে। প্রতীকটি বহন করেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে
বক্তারা বলেন, “দীর্ঘ
১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিলো।
ভোটবিহীন ক্ষমতায় থেকে গণতন্ত্র ধ্বংস করেছে। একবছর আগে ছাত্র-জনতা রক্ত দিয়ে
গণ-অভ্যুত্থান ঘটায়, যেখানে
দুই হাজারের অধিক ছাত্র শহীদ হন। কিন্তু সেই বর্বর হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।”

তারা
আরও বলেন, “আদালতের
রায়ের মাধ্যমে জামায়াতের রাজনীতি ও প্রতীক ফিরে পাওয়া জনগণের বিজয়। আগামী
নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে, এটাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

সমাবেশে
আরও বক্তব্য রাখেন, কুতুবদিয়া
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলা
তারবিয়াত সম্পাদক মাওলানা আবদুস সাত্তার,প্রচার
সম্পাদক রেজাউল করিম রাজু,কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি মাওলানা উসমান
গণী,বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর,উপজেলা শ্রমিক নেতা মাওলানা আবদুর রহমান,যুব নেতা রবিউল হোসাইন,ছাত্রশিবির
সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম, উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের শত শত
নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に