close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট লাঞ্চিত

5 بازدیدها· 20/04/25
Badsha Alamgir
Badsha Alamgir
8 مشترکین
8

⁣কুষ্টিয়ার মাজারে মাদকবিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট লাঞ্চিত


বাদশা আলমগীর


কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাজারের ভক্তদের হাতে লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে ঘোড়েশাহ বাবার মাজারে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করতে গেলে মাজারে উপস্থিত ভক্তরা বাধা প্রদান করে। অভিযানে বাধা দেওয়ার পর ম্যাজিস্ট্রেট ও তার টিম লাঞ্ছিত হন এবং শেষ পর্যন্ত অভিযান পরিচালনা না করেই ফিরে আসতে বাধ্য হন।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযানে বাধা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উচ্ছৃঙ্খল ভক্তরা প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ শুরু করেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান জানান, ওই এলাকায় গাঁজা সেবনের অভিযোগ ছিল এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی