close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Berikutnya

কুষ্টিয়ায় আবরারের কবর জিয়ারত করলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম

16 Tampilan· 03/10/25
Badsha Alamgir
Badsha Alamgir
7 Pelanggan
7
Di

⁣অক্টোবরে কুষ্টিয়ার নির্জন গোরস্থানে যেন আবারও ফিরে এলো ২০১৯ সালের সেই ভয়াবহ স্মৃতি। আবরার ফাহাদ—এক তরুণের নাম, যে নিজের মাটির মানুষের অধিকারের কথা বলেছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর সেই কণ্ঠরোধের নির্মম ইতিহাস এখনো বুকের ভেতর শীতল শিহরণ তোলে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম কবরের পাশে দাঁড়িয়ে যখন মোনাজাতে হাত তুললেন, তখন কান্নায় ভেঙে পড়লেন তিনি। মনে হচ্ছিল, আবরারের সমাধির নিস্তব্ধতা যেন তার বুকভাঙা কান্নার সঙ্গে মিশে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরাও সেই মুহূর্তে নিঃশব্দ শ্রদ্ধায় মাথা নত করলেন।

জিয়ারত শেষে আবরারের বাবা বরকত উল্লাহর সঙ্গে মতবিনিময় করেন ভিপি সাদিক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের কথোপকথনের পর সাংবাদিকদের কাছে আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তারপর রাত সাড়ে ১১টার দিকে সবাই আবার কুষ্টিয়ার পথে রওনা দেন।

আবরারের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত এক তরুণ কণ্ঠের নৃশংস দমন। সেই হত্যাকাণ্ড দেশের মানুষকে নাড়া দিয়েছিল, তীব্র ক্ষোভ জাগিয়েছে।

Menampilkan lebih banyak

 1 Komentar sort   Sortir dengan


Md Hamidul Islam
Md Hamidul Islam 2 bulan yang lalu

I

1    0 Membalas
Menampilkan lebih banyak

Berikutnya