Suivant

কর্ণফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ

4,534 Vues· 14/07/25
Imran Hossain
Imran Hossain
3 Les abonnés
3
Dans National

চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি করেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

এরপর ১৬ জুলাই চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিমের স্বরণে চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ জেলা ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেন জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সি যুগ্ম আহবায়ক মো. ফিরোজ, আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এসএম নয়ন, রাশেদ উদ্দীন, শাহাদাত হোসেন, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য সোহান, রাসেল, সাগর, মহিন, মারুফ, জিসান, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক সাকিব, পটিয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, জেলার বিভিন্ন কলেজের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে মাইনুল হাসান রকি, জাহেদ, এরশাদ আলম, হাশেম, ইমরান হোসেন তুষার, শোয়াইব, আশিক উল্লাহ, মিনহাজ, মিনহাজ উদ্দীন ইমন, সালমান এইচ রহমান, ইরফান, মাইনুদ্দীন হাসিব, সাইফুল, জসিম উদ্দীন, মুজিবুল হক সোহাগ, মো. মোর্শেদ, মিনহাজ, জাহেদ হাসান তারেকসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant