下一个

কর্ণফুলীতে প্যানেল চেয়ারম্যানকে অপসারণের দাবীতে এবার এলাকাবাসীর বিক্ষোভ

9 意见· 08/06/25
Imran Hossain
Imran Hossain
2 订户
2
国家

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবীতে আবারও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মইজ্জ্যেরটেক এলাকায় গিয়ে শেষ হয়৷

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বাংলাদেশ জামায়াত ইসলামীর ওয়ার্ডের সভাপতি ফরহাদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ জাবেদ, দেলোয়ার হোসেন মুন্না, বাহারুল বাহার, মোহাম্মদ রুবেল, ফয়সাল, আমজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অপুসহ স্থানীয়রা।

উল্লেখ, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়।

এটি প্রকাশ হওয়ার পরই শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুলিয়ে দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবী করেন তারা। দ্রুত অপসারণ না করলে স্থানীয় এলাকাবাসী কঠোর বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个