close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Hasta la próxima

কর্ণফুলীর হাটে উট দেখতে ভীড়

10 vistas· 30/05/25
Imran Hossain
Imran Hossain
2 Suscriptores
2

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীর পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। সঙ্গে মরুভূমির জাহাজ খ্যাত উটও এনেছেন। যা হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতা দেখতে ভিড় জমাচ্ছেন।


সরেজমিন হাট পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাটের মূলগেট দিয়ে ঢুকেই পশ্চিম পাশে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে গরু। একটু সামনে যেতেই চোখে পড়ে বিরাট আকৃতির মরুর তিন প্রাণী। যেখানে জটলা পাকিয়ে চতুর্দিক দিয়ে জনতা উঠ তিনটি দেখছেন। অনেকে তুলছেন ছবিও। নয় মনের বিশাল আকৃতির প্রতিটি উটের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা পর্যন্ত। তবে এখনও বেচাবিক্রি শুরু হয়নি বলে জানিয়েছে বিক্রেতারা।


হাট সংশ্লিষ্টদের ভাষ্য, উট একটি প্রাণী নয়, বরং এটি একটি ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের প্রতীক। ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতি বিজড়িত উট নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রয়েছে এক বিশেষ অনুভূতি।


উট বিক্রেতা মোহাম্মদ মন্টু হোসেন ও আলী আকবর মামা বলেন, 'মইজ্জ্যেরটেক পশুর হাটে যশোর থেকে তিনটি উট আনা হয়েছে। এগুলো দেখতে অনেকেই ভীড় করছেন।'

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima