التالي

⁣খোয়াই নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি, বাঁধ ভাঙনের আশঙ্কা

1,615 المشاهدات· 01/06/25
AK KAWSUR
AK KAWSUR
1 مشتركين
1
في وطني

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, গত বছরও একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। ফলে চলতি বছর আবারও একই জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত মেরামত না হলে আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও মাছের ঘের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পাউবোর প্রকৌশলী জানান, বাঁধটি মেরামতের জন্য বড়ো আকারের একটি নৌকার প্রয়োজন রয়েছে। কিন্তু নদীতে পানি না থাকায় এখনও নৌকা পৌঁছায়নি। তবে আশা করা যাচ্ছে, শনিবার অথবা রোববার সকালের মধ্যে ভৈরব থেকে নৌকা এসে পৌঁছাবে এবং দ্রুত মেরামত কাজ শুরু হবে। আপাতত ক্ষতিগ্রস্ত স্থানে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে।

أظهر المزيد

 1 تعليقات sort   ترتيب حسب


Motior Rahman Sumon
Motior Rahman Sumon منذ 3 الشهور

এবার বন্যা পরিস্থিতি খুবই খারাপ

1    0 الرد
أظهر المزيد

التالي