close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কেশবপুর মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, বুধবার, শিশু অপহরন কারী হিসেবে , সাতক্ষীরায় জেলার শ্যাম
3
0
6 Mga view·
25/06/25
Sa
Krimen
কেশবপুর মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, বুধবার, শিশু অপহরন কারী হিসেবে , সাতক্ষীরায় জেলার শ্যামনাগরে উপজেলা, কাশিমারী গ্রামের, রমজান আলী নামে একজন জনতার হাতে আটক। সদর ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান আলা উদ্দিন আলা, এবং মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষিকার হস্তক্ষেপে থানায় সোপর্দ, এলাকাবাসী জানান, কাশিমারী গ্রামের, রমজান আলী, মূলগ্রামের, সাহেব আলীর স্ত্রী, সাথী খাতুন নিকট, পূর্বের একটি ইট ভাটা থেকে পরিচয়, রমজানের নিকট থেকে আর্থিক সহয়তা নিয়েছে, তার প্রেক্ষিতে সাথীর খোঁজে আসেন রমজান,
অনাকাঙ্ক্ষিত ভাবে সাথীর ছেলে সোহেল সঙ্গে দেখে কথা বলেন। সন্দেহ জনক ভাবে তাকে
শিক্ষার্থী কিডন্যাপার হিসাবে মারপিট করেন জনতা।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon