Suivant

⁣যশোর অভয়নগর বাঘুটিয়ায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

9 Vues· 14/10/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Les abonnés
11
Dans Politique

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাঘুটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বানিপুর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নেতা মাসুদ পারভেজ বলেন, “গত শনিবার রাতে এলাকার একটি সালিশ মিটিংকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। বানিপুর গ্রামের চিহ্নিত ধর্ষক শেখ নজরুল ইসলামকে জামায়াতের কর্মী বলে ছড়িয়ে দেয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “নজরুল ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামী বা আমাদের কোনো সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। কিছু রাজনৈতিক মহল আমাদের সংগঠনকে হেয় করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে।”

মাসুদ পারভেজ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ভিডিও ও তথ্যগুলো অপসারণ করা হয়।”

সংবাদ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant