close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Sljedeći

জমজমাট হয়ে উঠেছে সিলেট মিরাপাড়া গরু-ছাগলের হাট- বিস্তারিত সজল আহমেদ এর প্রতিবেদনে

10 Pogledi· 02/06/25
Shojol Ahmed
Shojol Ahmed
4 Pretplatnici
4

⁣মিরাপাড়া হাটটি সিলেট শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। হাটের বিপুল আকার এবং সুসংগঠিত ব্যবস্থাপনা ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুবিধাজনক স্থান হিসেবে পরিচিত। প্রতিটি হাটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কেনাবেচা চলে। ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ভোরে হাটে উপস্থিত হন, এবং ক্রেতারাও সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন।
হাটের এক ব্যবসায়ী, রহিম উদ্দিন, বলেন, "এই হাটে বেচাকেনা দিন দিন বাড়ছে। বিশেষ করে উৎসবের সময় ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।" অন্যদিকে, এক ক্রেতা জানান, "আমরা এখানে আসি কারণ এখানে গরু ও ছাগলের মান ভালো এবং দামও সাশ্রয়ী।"
সরকারের পক্ষ থেকে হাটের কার্যক্রম পরিচালনা এবং সংরক্ষণে বিশেষ নজর দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া, পশু বেচাকেনার ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিলেটের মিরাপাড়া গরু-ছাগলের হাট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধনের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় এবং সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি আরও উন্নত হতে পারে।

Prikaži više

 1 Komentari sort   Poredaj po


Zahidul Islam
Zahidul Islam 1 mjesec prije

ভালো লাগলো

0    0 Odgovor
Prikaži više

Sljedeći