close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Следующий

ঝালকাঠিতে উঠান বৈঠক: ডাঃ সিরাজী'র বক্তব্যে উন্নয়নের অঙ্গীকার

5 Просмотры· 05/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Подписчики
5

⁣ঝালকাঠির ১২৫ নম্বর আসনের আওতাধীন ২ নম্বর মগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য রাখলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময়ের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

ডাঃ সিরাজী তার বক্তব্যে ঝালকাঠি ও নলছিটি এলাকায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের এলাকায় উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।' তিনি আরও জানান, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা এবং কৃষি খাতে উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে তাদের চাহিদা এবং সমস্যা সম্পর্কে অবগত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। ডাঃ সিরাজী বলেন, 'জনগণের ম্যান্ডেট পেলে আমি তাদের সকল ধরনের সমস্যা সমাধানে কাজ করবো এবং উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করবো।'

বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে অনেকেই ডাঃ সিরাজীর উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং তিনি তাদের সন্তোষজনক উত্তর প্রদান করেন। উপস্থিত জনগণ তার উন্নয়ন পরিকল্পনায় আস্থা প্রকাশ করেন এবং তাকে সমর্থন জানান।

ডাঃ সিরাজীর এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। স্থানীয় জনগণের কাছে সাড়া ফেলেছে তার উন্নয়নের অঙ্গীকার। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই ধরনের উদ্যোগ আগামী নির্বাচনে তার পক্ষে জনমত গঠনে সহায়ক হবে।

উঠান বৈঠক সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকর মাধ্যম। এটি প্রার্থীকে জনগণের সমস্যা সরাসরি শুনতে ও সমাধান করতে সহায়ক হয়।

ডাঃ সিরাজী তার বক্তব্যের শেষে জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সহায়তা করেন। তার এই বক্তব্যে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ভবিষ্যতে এ ধরনের আরো উঠান বৈঠক আয়োজনের আশ্বাসও দেন তিনি।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий