close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Susunod

ঝালকাঠিতে সৈকতের হুঙ্কার: জেল-জুলুমের স্মৃতিচারণ, চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান

5 Mga view· 04/11/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Mga subscriber
7

ঝালকাঠি ( কাঁঠালিয়া):
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি ১ এর আওতাধীন কাঠালিয়ার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম আজম সৈকত। আবেগঘন বক্তব্যে তিনি দলীয় ঐক্যের উপর জোর দেন এবং চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও এর শেল্টার দেওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

সভায় বক্তব্য প্রদানকালে গোলাম আজম সৈকত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময়কার ঘটনা স্মরণ করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি জানান, সেই কঠিন সময়ে তাঁকে তিনবার গুলিবিদ্ধ হতে হয়েছিল এবং তাঁকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে। এই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, "দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করার জন্য সর্বাত্মক প্রয়াস চালাব।" তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতিও একই মনোভাব বজায় রেখে 'ধানের শীষ' প্রতীকের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সভায় জনাব সৈকত চাঁদাবাজ, দখলবাজি, টেন্ডারবাজি এবং এর সাথে যুক্ত নেতাদের বিরুদ্ধে 'শক্ত আওয়াজ' তোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দলের মধ্যে এই ধরনের অপকর্মের কোনো স্থান নেই এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিই দলের লক্ষ্য।

'ধানের শীষে ভোট দিন' স্লোগানটি সভায় আগতদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি করে। সভায় আরও উপস্থিত ছিলেন:প্রধান বক্তা: জনাব গোলাম আজম সৈকত।

আলোচকবৃন্দ: জনাব মো: মিজানুর রহমান আকন , জনাব জাকির হোসেন কিসলু সিকদার, জনাব খাইরুল আলম খোকন,জনাব গোলাম কবির,রেজাউল করিম,জনাব মো:বাদল হাওলাদার, আব্দুল মালেক তালুকদার,জনাব জাকির হোসেন পান্না মুন্সি ,জনাব লিনা পারভীন,জনাব ফজলুল হক, জনাব মো: কাইয়ুম হাওলাদার ,জনাব মো: মোশাররফ হোসেন,আয়োজনে: ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
উপস্থিত বক্তারাও তাদের বক্তব্যে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod