close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

ঝালকাঠির কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল: প্রধান অতিথি হাবিবুর রহমান স

14 بازدیدها· 05/10/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 مشترکین
7
که در سیاست


ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় গত রবিবার (০৫ অক্টোবর) এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই দিনে প্রধান অতিথি এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
ফাইনাল খেলায় তাকরীম স্পোর্টিং ক্লাবের জয়
কাঠালিয়া উপজেলার বিনাপানি কে. বি. কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় তাকরীম স্পোর্টিং ক্লাব ও মুন্সিরাবাদ একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে শেষ হাসি হাসে তাকরীম স্পোর্টিং ক্লাব, তারা শিরোপা জয় করে নেয়।
খেলা শেষে প্রধান অতিথি হাবিবুর রহমান সেলিম রেজার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়েরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, "মাদক ছেড়ে মাঠে চল, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল।" তিনি সকলকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে উৎসাহ প্রদান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
ফাইনাল খেলার অনুষ্ঠানে যোগদানের আগে হাবিবুর রহমান সেলিম রেজা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দিনভর কাঠালিয়া উপজেলায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা'র লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালান।
রবিবার তিনি উপজেলার পাটিখালঘাটা, চেচরিরামপুর, মরিচবুনিয়াবাজার, ঘোষেরহাট, আমুয়া, দোগনা বাজার, সেন্টারের হাট সহ কাঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন, আমুয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও কাঠালিয়া বিএনপির সিনিয়র নেতা মজিবুল হক পান্না গোলদার, মঠাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মতিউর রহমান টুকু মৃধা, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি তারিকুল ইসলাম, রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার, আমুয়া ছাত্রদল নেতা বেলাল জমাদ্দার, চেচরীরাম ইউনিয়ন ছাত্রদলের নেতা ফয়সাল হোসেন প্রিন্স, কাঠালিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের নেতা মঈন মুন্সী সহ রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی