close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত

2 بازدیدها· 26/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 مشترکین
7
که در سیاست


কাঁঠালিয়া (ঝালকাঠি), ২৬ সেপ্টেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আজ কাঁঠালিয়া উপজেলায় যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত নেতাকর্মীরা কাঁঠালিয়ায় যুবদলকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কাঁঠালিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন মল্লিকের সভাপতিত্বে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কাঠালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদিন।


এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জনাব রবিউল ইসলাম তুহিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলার সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।


এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব কিশোর মাহমুদ।
প্রধান অতিথির ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রধান অতিথি জনাব রবিউল ইসলাম তুহিন তার বক্তব্যে যুবদলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সব ভেদাভেদ ভুলে কাঁঠালিয়ায় যুবদলকে একটি শক্তিশালী এবং সুসংগঠিত ঘাঁটিতে পরিণত করতে হবে।" তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।


প্রধান বক্তা অ্যাডভোকেট আনিসুর রহমান খান সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন এবং নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে কাজ করার দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে যুবদলকে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে শাহিন মল্লিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, এই কর্মী সভার মাধ্যমে কাঁঠালিয়া যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হলো।


কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা এই সংগঠনটির প্রতি তৃণমূলের সমর্থন ও উৎসাহকে তুলে ধরে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی