close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Sljedeći

ঝালকাঠি সদর উপজেলা বিএনপির উদ্যোগ তারেক রহমানের ৩১ দফূ বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত।

5 Pogledi· 20/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Pretplatnici
7
U Politika / Licenca za upravljanje pravima (RM).

⁣ঝালকাঠি সদর উপজেলা বিএনপি'র উদ্যোগে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া 'রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা' বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্যপদ নবায়নের লক্ষ্যে একটি সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের এই রূপরেখা বাংলাদেশের বর্তমান সংকট কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিকভাবে মেরামত করতে এই ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনো সদস্যদের নবায়নের ওপর জোর দেন, যাতে দলটি আরও শক্তিশালী হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, এবং ঝালকাঠি জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন। তারা সবাই তারেক রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সব স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći