close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Volgende

ঝালকাঠি: কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

21 Bekeken· 02/10/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 abonnees
7

প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করালেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ক্লাবের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান।


বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতি
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি মো. আক্কাস সিকদার এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল আমিন তালুকদার। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সাংবাদিকতার মহান পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ
কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সুধীজনসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাদের নেতৃত্বে কাঠালিয়ায় সাংবাদিকতার মান আরও উন্নত হবে।

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende