close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

ঝালকাঠি জেলা প্রশাসকের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

25 بازدیدها· 16/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 مشترکین
7
که در ملی

⁣আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠির সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব কাওছার হোসেন।নির্বাহী অফিসার জেলা পরিষদ জনাব ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম। ঝালকাঠি জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।


এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.শাহাদাত হোসেন। সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিসসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের পূজা উদযাপন এর সাথে জড়িত সকল সদস্যবৃন্দ।

সভায় সভাপতি প্রত্যেককে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্বগুলো পালনের প্রতি নির্দেশনা প্রদান করেন এবং শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রস্তুতিমূলক সভাটি জেলা প্রশাসন ঝালকাঠির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হয়।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی