close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

ঝালকাঠি-২ আসনে সিরাজুল ইসলামের গণসংযোগে জনগণের উদ্দীপনা

4 Vues· 17/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Les abonnés
5
Dans Politique

⁣ঝালকাঠি-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী সম্প্রতি তার নির্বাচনী এলাকা সুবিদপুর ইউনিয়নে এক গণসংযোগে অংশ নেন। তার এ প্রচারণায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ডা. সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, "আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো একটি চাঁদাবাজ ও দখলমুক্ত বাংলাদেশ গঠন।" তিনি এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, "আপনারা সবাই হাত পাখা প্রতীকে ভোট দিন এবং আমাদেরকে জয়যুক্ত করুন।"

গণসংযোগ চলাকালীন ডা. সিরাজুল ইসলাম তালতলা বাজারে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি বলেন, "আমরা জনগণের জন্য কাজ করতে চাই এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ।"

এই প্রচারণা সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা বলেন, "ডা. সিরাজুল ইসলাম একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী। তার পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলো আমাদের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।"

এই গণসংযোগের মাধ্যমে ডা. সিরাজুল ইসলাম তার নির্বাচনী ক্যাম্পেইনের শক্তি প্রদর্শন করেন এবং স্থানীয় জনগণের কাছে তার বার্তা পৌঁছাতে সফল হন। নির্বাচনী প্রচারণায় তার এই সক্রিয় অংশগ্রহণ আসন্ন নির্বাচনে তার পক্ষে জনসমর্থন বাড়ানোর সম্ভাবনা জাগিয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি আন্দোলনের এই প্রার্থী কীভাবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকেন এবং তার প্রচারণার প্রভাব কী রকম হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে স্থানীয় জনগণ। ভবিষ্যতে তিনি জনগণের জন্য কীভাবে কাজ করবেন এবং তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা সফল হবেন, সেটি সময়ই বলে দেবে।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant