close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Berikutnya

জবিতে ফিন্যান্স ক্লাবের উদ্যোগে কর্পোরেট চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

7,885 Tampilan· 12/08/25
Imtiaz Uddin
Imtiaz Uddin
Pelanggan
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের উদ্যোগে সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে কর্পোরেট চ্যালেঞ্জ বিষয়ক ‘Suit Up: Ready for the Corporate Challenge?’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের ফিন্যান্স বিভাগের ৫০৪ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মশালা সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে।

কর্মশালাটি পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম, প্রধান (নিয়োগ ও মানবসম্পদ কৌশল), মানবসম্পদ বিভাগ, মেঘনা ব্যাংক পিএলসি। তিনি অংশগ্রহণকারীদেরকে কার্যকর সিভি ফরম্যাটিং, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং সম্পর্কে গভীর ধারণা দেন, যা শিক্ষার্থীদের বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আলাদা করে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে কর্মশালার সফল আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।

উল্লেখ্য, দুইশোর বেশি আগ্রহী শিক্ষার্থী অংশগ্রহণ করে কর্মশালাটিকে জ্ঞানসমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলে। তারা কর্পোরেট জগতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা ও কৌশল সম্পর্কে সরাসরি শিখতে পারে।

###

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya