close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

যারা ভোট বানচাল কর‌তে চান,তারা আরেক দে‌শের এজেন্ট। তারা বাংলা‌দেশের স্বাধীনতা স‌র্বো‌ভৌমত্ব‌কে বি

9 ビュー· 28/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 加入者
4



বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন যারা ভোট বানচাল কর‌তে চান,তারা আরেক দে‌শের এজেন্ট। তারা বাংলা‌দেশের স্বাধীনতা স‌র্বো‌ভৌমত্ব‌কে বিশ্বাস ক‌রে না -

বুধবার (২৫ আগষ্ট) বিকা‌লে কু‌মিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

জামায়া‌তের আমীর স‌ফিকুর রহমান‌কে উদ্দেশ‌্য ক‌রে তি‌নি ব‌লেন- ৫আগ‌ষ্টের পর আওয়ামীলীগ‌কে মাফ ক‌রে দি‌লেন। পিআর পদ্ধ‌তি ছাড়া ভোট কর‌তে‌ দি‌বেন না। আপনা‌দের ভোট কর‌তে দেয়া না দেয়া সরকার সেনাবা‌হিনী ,নির্বাচন ক‌মিশ‌নের দা‌য়িত্ব আপনা‌দের নয়।


সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

কু‌মিল্লা চৌদ্দগ্রাম এইচ জে সরকা‌রি পাইলট উচ্চ বিদ‌্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন-‌বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ‌্যক্ষ সে‌লিম ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন- বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির শিল্প বিষয়ক সম্পাদক ‌মোঃ আবুল কালাম, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ,জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ,কেন্দ্রীয় বিএন‌পির সদস‌্য এড সা‌বেরা আলাউদ্দিন হেনা,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির । কু‌মিল্লা ‌জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক ও চৌদ্দগ্রাম উপ‌জেলা বিএন‌পির আহবায়ক মোঃ কামরুল হুদাএর সভাপতিত্বে ও সদস‌্য স‌চিব ইঞ্জি‌নিয়ার মোঃ শাহআলম রাজু এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত স‌স্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন‌ সা‌বেক জেলা সদস‌্য স‌চিব ও ব্রাহ্মণপাড়া উপ‌জেলা বিএনপির সভাপ‌তি হাজী জ‌সিম উদ্দিন,জেলা বিএন‌পি‌নেতা মোস্তফা জামান ,জেলা বিএন‌পি‌নেতা মুজা‌হিদ চৌধুরী,নারী‌নেত্রী সা‌কিনা বেগম,বিএন‌পি‌নেতা মাহাবুব চৌধুরী,চৌদ্দগ্রাম পৌর‌ বিএন‌পির আহবায়ক জিএম তা‌হের পলাশীসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に