close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Bir sonraki

⁣হবিগজ্ঞের নবীগজ্ঞ ঢাকা সিলেট মহাসড়কে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ কোটি টাকার ক

5 Görünümler· 21/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 Aboneler
10
İçinde İlçe Haberleri

হবিগজ্ঞের নবীগজ্ঞ ঢাকা সিলেট মহাসড়কে আউশকান্দি ফিলিং ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল সহ ফিলিংস্টেশনের
প্রায় ৫০ % পুঁড়ে ছাঁই৷ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে৷ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্তরের অদূরে সিএনজি ফিলিং স্টেশন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল অনুমান ৬ ঘটিকায় একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস ঢাকা মেট্রো (জ-১১-২৩০২) এতে গ্যাস ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷ এতে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল ও বাস সহ উক্ত সিএনজি ফিলিং স্টেশনের ৫০% পুড়ে ছাঁই হয়ে গেছে৷ এ ঘটনায় কোটি টাকার ক্ষয় কতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে৷ আহত হয়েছেন ৬জন৷ আগুনের লেলিহান শিখার হাতথেকে প্রান বাঁচাতে অনেক শ্রমিক ফিলিং স্টেশনের আবাসিক ভবনের ৩য় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেয়েছেন, এসময় অনেকেই আহত হয়েছেন। হবিগজ্ঞ ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,আমরা সকাল ৬টায় সংবাদ পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে পৌছে ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
নবীগঞ্জ, বাহুবল ও ওসমানী নগরের দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি৷
এদিকে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে কর্মরত সিনিয়র ইঞ্জিনিয়ার এম,এ বাছিত বলেন, লোকাল বাসটিতে গ্যাস ভরার সময় এই বাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে না বলতে পারলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷

Daha fazla göster

 1 Yorumlar sort   Göre sırala


Laxman Das
Laxman Das 1 saat önce

Nice

0    0 Cevap
Daha fazla göster

Bir sonraki