close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Bir sonraki

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি আটক

16,323 Görünümler· 09/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Aboneler
11
İçinde Suç

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, ১০টি মোবাইল ফোন এবং সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki