close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Tiếp theo

গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল 

6 Lượt xem· 19/05/25
Belhaj Badhon
Belhaj Badhon
8 Người đăng ký
8
Trong Quốc gia

গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল


ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’ -এই স্লোগানে সোমবার (১৯ মে) সকাল ১০টায় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
হেযবুত তওহীদে উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা হেযবুত তওহীদের আমির আব্দুস সবুর খান।বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরগেটে এসে মানববন্ধনে মিলিত হয়।


এ সময় রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, গাজায় একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।
তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা-মাজহাবে খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের ওপরে দুর্গতি নেমে এলো।
মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরো বলেন, গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বব গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় বক্তব্য দেন- হেযবুত তওহীদের রাজশাহীর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ,নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা হেযবুত তওহীদের সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম,
মানববন্ধনে উপস্থিত সকলের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন করা হয়। এ সময় ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo