close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

הבא

গাজায় ইসরায়েলের গণহত্যা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ভান্ডারিয়ায় র‍্যালি ও মানববন্ধন

18 צפיות· 03/10/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 מנויים
7

ভান্ডারিয়া, পিরোজপুর: ইসরায়েল কর্তৃক গাজায় অব্যাহত আগ্রাসন, গণহত্যা এবং ত্রাণ সামগ্রী সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি বিশাল র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে, গাজায় মানবিক ত্রাণ ও জরুরি সেবা নিয়ে যাওয়া ৭১টি নৌবহরে ইসরায়েলী বাহিনীর হামলা এবং এর ফলস্বরূপ ৪৪ জন মানবাধিকার কর্মীকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচি থেকে।
"আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন" এবং "মানব সেবা ব্লাড ফাউন্ডেশন"-এর যৌথ উদ্যোগে ভান্ডারিয়া উপজেলার পিরোজপুর-এ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ ও বক্তাদের বক্তব্য
মানববন্ধন ও র‍্যালিতে মানবসেবা ব্লাড ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন-এর দায়িত্বশীল মাহাদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়া, ইসলামী আন্দোলন ভান্ডারিয়া উপজেলা সভাপতি বাদশা জমাদ্দার, ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা ইসরায়েলী বাহিনীর এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন। তারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত গণহত্যা বন্ধের জোর দাবি জানান এবং ত্রাণবাহী নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা আরও বলেন, "গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েল কর্তৃক ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করা এবং ত্রাণকর্মী ও মানবাধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে তাদের আটক করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ।" তারা জোর দিয়ে বলেন যে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধাপরাধ সংক্রান্ত সকল নীতিমালা নির্লজ্জভাবে লঙ্ঘন করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
আয়োজকরা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "গাজায় নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে এবং মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকে একযোগে কাজ করতে হবে।" তারা অবিলম্বে আটককৃত মানবাধিকার কর্মীদের মুক্তি এবং গাজায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দেওয়ার দাবি জানান।
আয়োজক সংগঠন "আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর"-এর পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবে। গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আয়োজনে: আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর এবং মানব সেবা ব্লাড ফাউন্ডেশন।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא