close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Avanti il prossimo

দৌলতপুরে নজরুল" গ্রন্থের মোড়ক উন্মোচন

9 Visualizzazioni· 26/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 Iscritti
3

⁣কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর ২য় দিনের জাতীয় অনুষ্ঠান।




মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সোয়া ৪ টায় দৌলতপুর মুক্তমঞ্চের মাঠে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

বক্তব্য কালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, দৌলতপুরে স্মৃতি সংরক্ষণের শীগগির জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা প্রকল্প হাতে নেয়া হবে। এছাড়াও আলি আকবর খানের বাড়ীটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে দেয়ার উদ্যোগে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, বাংলা একাডেমী থেকে এবছর নজরুল পদক প্রাপ্ত গবেষক ড. আনোয়ারুল হক, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াহিয়া মান্নান, মুরাদনগরের সহকারী কমিশনার সাকিফ হাসান খান, "দৌলতপুরে নজরুল" গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল, বাবলু আলী খান প্রমূখ।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম ইমরুল সম্পাদিত "দৌলতপুরে নজরুল" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং প্রামাণ্য চিত্র "কুমিল্লা ও দৌলতপুরে নজরুল" প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক বলেন "দৌলতপুরে নজরুল" শীর্ষক গ্রন্থটি নিশ্চই দৌলতপুরের ইতিহাস নিয়ে গবেষণায় আগামী দিনের গবেষকদের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুলকে ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন।

২৭ মে সমাপনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

Mostra di più

 1 Commenti sort   Ordina per


Motior Rahman Sumon

চমৎকার

0    0 Rispondere
Mostra di più

Avanti il prossimo